মাভাবিপ্রবি’র পরীক্ষা কার্যক্রমে অটোমেশন চালু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রমে অটোমেশন প্রক্রিয়া চালু করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরহাদ হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপাচার্যের নিজের পাঠদান করানো একটি কোর্সের ক্লাসটেস্ট ও শ্রেণীতে উপস্থিতির প্রাপ্তনম্বর সিস্টেমে ইনপুট দিয়ে এই কার্যক্রমটি শুরু হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. ধনেশ্বর চন্দ্র সরকার, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং মাভাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক ও অটোমেশন অব রেজাল্ট প্রসেসিং সিস্টেম সফটওয়্যার কমিটির সদস্য ড. মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
টোমেশন বিষয়ে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান ভূমিকা রাখবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রেজাল্ট অটোমেশনের প্রক্রিয়াটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি অংশ। এতে শিক্ষার্থীদের সময় বাঁচবে, রুমে বসেই শিক্ষার্থীরা ক্রেডিট ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি পৃথিবীর যেকোনো স্থান থেকে লগইন করে নিজের ফলাফল জানতে পারবেন।
প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকভাবে এ প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের ফরম ফিলাপ কার্যক্রম সম্পূর্ণ করেছে বিশ্ববিদ্যালয়টি। পর্যায়ক্রমে সব সেশনে এই পদ্ধতি চালু হবে।







